Header Ads

Header ADS

স্রেফ চিন্তাভাবনা ট্র্যাক করে আপনার পিন নম্বর, পাসওয়ার্ড জেনে যেতে পারে হ্যাকাররা।





















এক গবেষণা জানাচ্ছে, স্রেফ চিন্তাভাবনা ট্র্যাক করে আপনার পিন নম্বর, পাসওয়ার্ড জেনে যেতে পারে হ্যাকাররা। গবেষকদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন।


চিন্তাভাবনা ট্র্যাক করার জন্য আছে ইলেকট্রোএনসেফালোগ্রাফ বা ইইজি হেডসেট। এই হেডসেট পরলে রোবট খেলনা ও ভিডিও গেম, যেগুলির মন আছে বলে দাবি করা হয়, সেগুলি নিয়ন্ত্রণ করতে পারা যায়। 


আমেরিকার বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের গবেষক নীতেশ সাক্সেনা জানাচ্ছেন, যে এই হেডসেট পরে ভিডিও গেম খেলেছেন, তিনি যদি খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে হেডসেট পরেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করেন, তাঁর পাসওয়ার্ড বা গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের দখলে চলে আসতে পারে। এ ধরনের ডিভাইস হ্যাকারদের সামনে বিরাট সম্ভাবনার জগৎ খুলে দিয়েছে।


বিষয়টা হল, পিন বা পাসওয়ার্ড টাইপ করার সময় ইউজারের দৃষ্টি, হাত, চোখ ও মাথার পেশি একসঙ্গে নড়াচড়া করে। এই সব মুভমেন্টই ইইজি হেডসেটের মাধ্যমে ধরে ফেলা সম্ভব।
অতএব প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সঙ্গে সঙ্গেই বাড়ছে বিপদের সম্ভাবনা। ইউজার যদি সতর্ক না হন, বিপদ যে কোনও দিক থেকে আসতে পারে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.